কাতার বিশ্বকাপ নিয়ে অবিশ্বাস্য এক গোপন তথ্য ফাঁস করলেন ফিফা নিজেই

রেকর্ডভর্তি ঝুলিতে শেষ হয় কাতার বিশ্বকাপ। আসরজুড়ে রেকর্ড ভাঙায় মেতেছিলেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পে-নেইমার-আশরাফ হাকিমিরা। ১৮ ডিসেম্বর রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তিন যুগ পর বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা।

এতে পূর্ণতা পায় মেসির ক্যারিয়ার। শিরোপা জেতা ছাড়াও কাতার বিশ্বকাপ নতুন করে গড়েছে বেশ কিছু রেকর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার এক মাস পর ফিফা জানাল, আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচটি দেখেছেন ১৫০ কোটি মানুষ।

বিশ্বকাপের ফাইনাল এর চেয়ে বেশি মানুষ দেখেনি। ২০১৮ বিশ্বকাপের ফাইনাল দেখেছিলেন ১১২ কোটি মানুষ। এ ছাড়া কাতার বিশ্বকাপ দেখেছেন বা কোনোভাবে বিশ্বকাপের সঙ্গে যুক্ত ছিলেন এমন মানুষের সংখ্যাও কম নয়। রেকর্ড ৫০০ কোটি মানুষ

কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন মাসব্যাপী কাতার বিশ্বকাপে।এর আগে রাশিয়া বিশ্বকাপে এই সংখ্যা ছিল ৩০০ কোটি ৫৭২ লাখ। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের গ্যালারিতে বসে উপভোগ করেছেন ৮৮ হাজার ৯৬৬ দর্শক। পুরো বিশ্বকাপে

মাঠে বসে খেলা দেখেছেন ৩৪ লাখ। এই সংখ্যাতেও রাশিয়া বিশ্বকাপকে টেক্কা দিয়েছে কাতার। রাশিয়া বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছিলেন ৩০ লাখ দর্শক।বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এসেছে কাতার বিশ্বকাপে।

১৭২ গোল হয়েছে কাতারে। দ্বিতীয় সর্বোচ্চ গোল হয়েছে ১৯৯৮ ও ২০১৪ বিশ্বকাপে। দুই বিশ্বকাপেই গোলসংখ্যা ১৭১।এ ছাড়া ব্যক্তিগত ও দলীয় অর্জনের জন্য কাতার বিশ্বকাপ চিরস্মরণীয় হয়ে থাকবে লিওনেল মেসির কারণে। ব্যক্তিগত অর্জনে প্রথম

এবং একমাত্র ফুটবলার হিসেবে পাঁচ আসরে অ্যাসিস্ট করার কৃতিত্ব গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে গ্রুপ পর্বসহ টানা চারটি নকআউট ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি।

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার এখন লিওনেল মেসি (২৬)। আর বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পাঁচ আসরে গোল করার কৃতিত্ব গড়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।