কলকাতার হয়ে আগেই দল পেয়েছেন লিটন এবং সাকিব,ইনজুরিতে ছি’ট’কে গেলেন ল’কি ফা’র্গু’স’ন, কলকাতা কি’ন’বে তাসকিনকে!

কলকাতার হয়ে আগেই দল পেয়েছেন লিটন এবং সাকিব আল হাসান এবার একই দলে হতে পারে তাসকিনের স্থান। চোটে পড়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ।শুরু থেকেই তাই এক পেসারকে প্রয়োজন কেকেআরের।নিলামের আগে

তাসকিনকে নিজেদের স্কোয়াডে নিতে চেয়েছিল দলটি। তবে তখন পরিকল্পনায় মেলেনি।এবার আরো একবার সুযোগ এসেছে। তবে তাসকিনের মায়ের ইচ্ছে পূরণ হচ্ছে কি?প্রথম বারের মতো একই আসরে ৩ জন বাংলাদেশি মাতাবেন আইপিএল।

কেকেআরের হয়ে লিটন এবং সাকিব অপর দিকে দিল্লির হয়ে খেলবেন মুস্তাফিজ। তবে ৩ কে চারে করার সম্ভাবনা রয়েছে এবার। চটে পরে ছিটকে গেছে নিউজিল্যান্ডের গতি তারকা লকি ফার্গুসন।আর সেখানেই কেকেআর চাইলে নিতে পারে

তাসকিন আহমেদকে।অকল্যান্ডে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে গিয়ে চোট পান লকি ফার্গুসন। যে কারনে ২৫শে মার্চ থেকে শুরু হচে চলা লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ থেকেই ছিটকে গেছেন ফার্গুসন।পরের ম্যাচ গুলোতে খেলতে

পারবেন কি না তার নিশ্চায়তা নেই জানিয়েছেন নিউজিল্যান্ড বোলিং কোচ সেন যুরগেনসন। কেকেআরের জন্য যা মটেও স্বস্থির খবর নয়।ডান হাতি এই পেসারের চোট কতটা গুরুত্বর সে বিষয়ে স্পষ্ট কিছু জানা য়ায় নি।

ধারনা করা হয়ে কিউই এই পেসারকে প্রথম দিকের ম্যাচে পাচ্ছে না কেকেআর। শ্রিলঙ্কার বিপক্ষে ১ম ওয়ানডে খেলার পর কয় একদিন বিশ্রাম নিয়ে কেকেআরে য়োগ দেবার কথা ছিল এই পেসারের। ফাস্ট বলারের চোট সেই পরিকল্পনায় জল ঢেলেছে।

তবে সেই জল এসে এখন বাংলাদেশে গড়ায় কি না সেটি দেখার বিষয়। শুধু লকি নয় ইনজুরিতে কেকেআর কাপ্তানও।অধিনায়ক আয়ার আগেই পিঠে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের জন্য এবারের আইপিএল খেলা হচ্ছে না তার।

নতুন অধিনায়ক বাঁছতে বসে মাথার চুল ছেরার উপক্রম কেকেআর কর্তাদের।ফের একটা দুঃসংবাদ গোদের উপর বিষফোরার মতো দলের আরো এক ক্রিকেটার চোটের কবলে পরেন। এখন পর্যন্ত দুইবার আইপিএলের শিরোপা জিতেছে দলটি।

দুইবারই শিরোপা জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাকিব।এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন লিটন কুমার দাসও।নিলামের শেষ দিকে ৫০ লক্ষ রুপিতে কেকেআর দলে ভেড়ায় লিটন কুমার দাসকে।

আর শেষে ডাকে এবারের নিলামের সর্বশেষ ব্যায় করে সাকিবের পেছনে।সাকিবকে তারা দলে ফেরায় ১.৫ কোটি রুপিতে। তবে কেকেআরের জার্সিতে ৩য় কোন বাংলাদেশিকে দেখা য়াচ্ছে কি না সেই প্রশ্নের উত্তর আপাততো অজানা