ওয়ানডে বিশ্বকাপে মুশফিকের জায়গা কেড়ে নিতে পারে আফিফ হোসেন

বিপিএলে প্রথম দুই ম্যাচে নিজেকে সেভাবে মিলে ধরতে পারেননি আফিফ হোসেন। তবে গতকাল ঢাকার বিপক্ষে নিজের ব্যাটিং পজিশন পরিবর্তন করে তিন নম্বরে নেমে পুরো সময়টা ক্রিজেছিলেন, মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। ব্যাটিংয়ে

নেমে প্রথমে দ্রুত গতিতে রান তুললেও পরবর্তীতে দেখেশুনে খেলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছেন আফিফ। ৫২ বল খেলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন আফিফ হোসেন। ঢাকা ডমিনেটরসকে হারিয়ে এক ম্যাচ পর জয়ের

দেখা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলতে কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানিয়েছেন আফিফ হোসেন। গতকাল ম্যাচের শেষে তিনি বলেন, “বেশি সময় পেলে আমি সব সময় স্বাচ্ছন্দ‌্যবোধ করি। পরে গিয়ে সেটা

কাভার করার সুযোগ থাকে। অল্প সময়ে গিয়ে আমার জন‌্য একটু কঠিন হয়ে যায়।” তিন নম্বরে ব্যাটিং করা কেমন উপভোগ করেছেন এমন প্রশ্নে আফিফ বলেন, “তিনে ব‌্যাটিং করা সবসময়ই পছন্দ আমার। আজ (গতকাল) সুযোগ পেয়েছিলাম। চেষ্টা

করেছিলাম যেন শেষ পর্যন্ত থাকি। ’ নিজে বেছে নেওয়ার সুযোগ থাকলে কোথায় খেলতেন? তিনি বলেন, ‘আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।” “আমি যেখানেই খেলি আমার চেষ্টা থাকে সেরাপারফর্ম করার। কখনো চিন্তা করি না যে,

আমাকে এই পজিশনে নামানো হয়েছে বা ওই নাম্বারে নামানো হয়েছে। ফেভারিট পজিশন থাকে। সেভাবেই পছন্দ করি জায়গাটা। ম‌্যাচ জিতিয়ে বেরহওয়া স্বস্তির। এটা ভালো লাগছে বেশি।”