প্রতিটি বড় টুর্নামেন্টের আগেই নানা পরীক্ষা নিরীক্ষার সামনে জাতীয় দলকে দাঁড় করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই গত এশিয়া কাপ। এরপরে টি-২০ বিশ্বকাপ, এখন আবার সামনে ওয়ানডে বিশ্বকাপ। একটু পিছনের দিকে তাকালে
দেখা যায় যে, এইতো গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও চলছিল নানা পরীক্ষা নিরীক্ষা। তবে সেই ভুল এবার ওয়ানডে বিশ্বকাপে করতে চায় না বিসিবি।গতকাল সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ তৃতীয় ম্যাচ শেষ বাংলাদেশ ক্রিকেট
বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, এশিয়া কাপের যে দল ঘোষণা করা হবে সেটিই হবে বিশ্বকাপের দল।“এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কিছু নেই। তবে এর আগে যে কয়টি সিরিজ রয়েছে, সেগুলো অনেক অভিজ্ঞতা খেলোয়াড়দের
বিশ্রাম দিতে হবে। কারণ আমাদের হাতে আর কি অপশন আছে তা জানতে হবে। বিশ্বকাপের সময় যদি কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়ে তার জায়গায় কে খেলবে আমাদের যাচাই করে নিতে হবে। যে কাউকে তো বিশ্বকাপের মত আসরে
নেওয়া যায় না।”এ সময় বিসিবি প্রেসিডেন্ট কথা বলেন চলমান ইংল্যান্ড সিরিজ নিয়ে। তিনি বলেন, “দ্বিতীয় ম্যাচটি বাজে ভাবে হেরেছি আমরা। প্রথম দুটি ম্যাচে আমাদের যে ব্যাটিং স্ট্রেনথ আছে তার কিছু দেখতে পাইনি”“তৃতীয় ম্যাচে
এসে কয়েকজন প্লেয়ারের ভালো খেলার কারণে আমরা সম্মানজনক স্কোর করতে পেরেছি। একটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত উইকেটে আমরা জিতি বলে সবাই ভাবে, আজকে এখানে প্রমাণিত হলো। উইকেট কোনো ইস্যু না। আমাদের ভালো খেলতে হবে। ভালো খেললে জেতা যায়।”