এবার ‘হেক্সা মিশনে’ মাশরাফির সিলেট স্ট্রাইকার্স!

চলতি বিপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির অধিনায়কত্বে দলটি এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। চলমান আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে সিলেট। পাঁচ ম্যাচ জিতে দলটি এখন

নিজেদের ষষ্ঠ জয়ের অপেক্ষায়। সোমবার (১৬ জানুয়ারি) নিজেদের পঞ্চম ম্যাচেও জয় তুলে নিয়েছে সিলেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় মাশরাফির সিলেট। ঢাকার

দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখেই জয় তুলে নিয়ে সিলেট। রান তাড়া করতে নেমে দলটিকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে ৫২ রান তুলেন দুজন। হারিস

আক্রমণাত্বক ব্যাটিং করলেও ব্যাট হাতে ধীর ইনিংস খেলেন শান্ত। ২০ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন শান্ত আর হারিস আউট হন ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলে।এরপর মুশফিকুর রহিম ও থিসারা পেরেরার ব্যাটিং নৈপুণ্যে জয় নিয়ে

মাঠ ছাড়ে মাশরাফি বিন মুর্তজার সিলেট। মুশফিক ২৫ বলে ২৭ রান করে আউট হলেও পেরেরা ১১ বলে ২১ রানে অপরাজিত থাকেন।নিজেদের ষষ্ঠ জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করে সিলেট

স্ট্রাইকার্স। সেখানে মিশন হেক্সা ক্যাপশন দিয়ে একটি ছবি পোস্ট করে দলটি। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলও হেক্সা মিশনের লক্ষ্যে মাঠে নেমেছিল। ব্রাজিল নিজেদের হেক্সা মিশন পূরণ করতে না পারলেও এবার হেক্সা মিশন পূরণের সুযোগ রয়েছে মাশরাফির সিলেটের কাছে। নিজেদের সেই লক্ষ্য পূরণে মঙ্গলবার (১৭ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দলটি।