সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে তাসকিন আহমেদের। জাতীয় দলের হয়ে তো ভালো করছেনই, তাসকিন ভালো বল করছেন চলতি বিপিএলেও। রীতিমতো কিপটে বোলারদের তালিকায় প্রথম সারিতেই তিনি। পেসার তাসকিন হতে চান ভালো
মানের টেলএন্ডার ব্যাটারও। বৃধবার (১৮ জানুয়ারি) এ কথা বলেন তিনি।বুধবার তাসকিনের দল ঢাকা ডমিনেটরস জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। ব্যাটিং নিয়ে
কী পরিকল্পনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যাটিং নিয়ে আমার চিন্তা-ভাবনা হলো, একজন ভালো মানের টেলএন্ডার হওয়া। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে দেখবেন বোলাররা ভালো ব্যাটও করে। ব্যাটিংয়েও ওদের ভালো অবদান থাকে।’
তাসকিন ভালো ব্যাট করতে চান ঠিকই, তবে তিনি টপঅর্ডারের ব্যাটার হতে চান না। বোলারদের দৃষ্টিকোণ থেকে তিনি ভালো ব্যাট করতে চান। এ সম্পর্কে তিনি জানান, ‘আমি ভালো ব্যাট করতে চাই ঠিকই, কিন্তু তার মানে এই না যে,
টপঅর্ডারের ব্যাটার হতে চাই। বোলারদের মধ্যে ভালো ব্যাটার হতে চাই।’প্রায়ই দেখা যায়, টপঅর্ডারের ব্যাটাররা আউট হয়ে গেলে কিংবা তাদের সাপোর্ট প্রয়োজন হলে বোলাররা সেই কাজটা ঠিকঠাক করে ফেলেন, নিশ্চিত করে ফেলেন
দলের জয়ও। তাসকিনও এমন কিছুই চান। তিনি জানান, ‘ব্যাটারকে সাপোর্ট দেয়ার মতো সিচুয়েশন কিন্তু অনেক সময়ই আসে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা দেখে থাকবেন, লোয়ার অর্ডারের ব্যাটারদের জুটিতে ম্যাচ জেতা যায়।’