নি’জ নি’জ ম্যা’চে রেক’র্ড গড়ে’ছেন ক্রিস্টি’য়ানো রোনা’লদো ও লি’ওনেল মে’সি। লিখটেন’স্টেইনের বিপক্ষে ম্যা’চ দিয়ে আন্ত’র্জাতিক অ’ঙ্গনে সব’চেয়ে বে’শি ম্যা’চ খেলা’র রে’কর্ড ক’রেছেন পর্তু’গিজ তার’কা। মে’সি পানা’মার বি’পক্ষে করে’ছেন ৮০০ গো’ল করা’র রে’কর্ড।
রোনালদোর পর্তুগাল ইউরো বাছাইয়ে খেলতে নেমেছিল লিখটেনস্টেইনের বিপক্ষে। এ ম্যাচে নামার মধ্য দিয়েই বিশ্বরেকর্ড গড়েন পর্তুগিজ তারকা। আন্তর্জাতিক ফুটবলে তিনি এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলা তারকা। লিখটেনস্টেইন ম্যাচ দিয়ে ১৯৭তম
ম্যাচে প্রতিনিধিত্ব করলেন তিনি। ১৯৬ ম্যাচে খেলেছেন কুয়েতের বাদার আল মুতাওয়া।রেকর্ডের ম্যাচে রোনালদো জোড়া গোলও করেছেন। তার একটি ছিল ফ্রি-কিক থেকে। তাতে লিখটেনস্টেইনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল।
অন্যদিকে শুক্রবার (২৪ মার্চ) ভোর রাতে পানামার বিপক্ষে নেমেছিল বিশ্বজয়ী আর্জেন্টিনা। যেখানে তারা পায় ২-০ গোলের জয়। দুই গোলের একটি আসে মেসির পা থেকে। এ গোলের মাধ্যমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৮০০ গোলের মাইলফলক
ছুঁয়েছেন তিনি। তার আগে এ রেকর্ড ছুঁয়েছেন পর্তুগাল অধিনায়ক রোনালদো। তার দখলেই রয়েছে সর্বোচ্চ গোলের রেকর্ড। বর্তমানে ৮৩০ গোল রয়েছে রোনালদোর নামের পাশে।ক্যারিয়ারে ৮০০তম গোল করে আরেকটি রেকর্ডের দ্বারপ্রান্তে
পৌঁছে গেছেন মেসি। দেশের হয়ে তার গোলসংখ্যা এখন ৯৯টি। আর একটি গোল করলেই শত গোলের মাইফলক স্পর্শ করবেন তিনি। এ রেকর্ড মেসি স্পর্শ করতে পারেন কুরাসাওয়ের বিপক্ষে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে।