তরিকুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি : ফিলিস্তিনের নিরীহ নিরস্র মুসলিমের উপর ইসরাইলি আগ্রাসন, গণহত্যা, অবরুদ্ধ ও স্থাপনা ধ্বংসের মাধ্যমে চরম মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৮ অক্টোবর, শনিবার সকাল ১০টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়া শাখার সভাপতি নাজমুল আহসান কবির। সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর প্রশাসক আরিফ-উল-হক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন,
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়া শাখার সহ-সভাপতি আইউব আলী হাওলাদার, আওয়ামী লীগ নেতা হারুন প্রমুখ। এতে বক্তারা ফিলিস্তিনি নিরীহ মুসলিমের উপর ইসরাইলের হামলা, বোমাবর্ষণ, ও গনহত্যার তীব্র সমালোচনা করেন। অবিলম্বে এসব হামলা বন্ধে জাতিসংঘের কার্যকরী ভূমিকা প্রত্যাশা করেন।