এটা এখন এর জানতে কারো বাকি নেই যে আর্জেন্টিনার কোচ হিসেবে দারুণ সফল লিওনেল স্কালোনি। এই কেচের দায়িত্বে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা এর মত বড়ো বড় তিন আসর। তার কোচিংয়ে সবশেষ কাতার
বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়ে তৃতীয়বারের মতো সোনালী ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা।বিশ্বকাপ জয়ী এই কোচ স্কালোনির সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় তার সাথে চুক্তির মেয়াদ আরও
বাড়াতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, এএ ফএ। এই ইস্যুতে নাকি সংস্থাটির প্রধান ক্লদিও তাপিয়ার সাথে একমতও হয়েছেন সাবেক ফুটবলার। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্কালোনি জানালেন, সুযোগ পেলে স্পেনের কোচ হতে চান তিনি।
স্পেনের প্রতি স্কালোনির এমন ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। কারণ পেশাদার ক্যারিয়ারে দীর্ঘ সময় ইউরোপের দেশটিতে কাটিয়েছে সাবেক ডিফেন্ডার কাম মিডফিল্ডার। খেলেছেন দেপোর্তিভো লা করুনা, রেসিং সান্তাদার এবং মায়োর্কার মতো বেশ
কয়েকটি ক্লাবে। এছাড়া স্পেনেই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন স্কালোনি।২০১৬-১৭ মৌসুমে স্প্যানিশ লা লিগার প্রথম সারির ক্লাব সেভিয়ার সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। এজন্য নিজেকে স্পেনের নাগরিকও ভাবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘স্পেন আমার দ্বিতীয় বাড়ি। আমি নিজেকে এই দেশের অংশ মনে করি। তাই স্পেন জাতীয় দলের কোচ না হওয়ার কোনো কারণ দেখছি না।’