দীর্ঘ ৩৬ বছর পর মেসির নৈপুণ্যে বিশ্বকাপ জয়। আর সেটিই এখন অনুপ্রেরণা দিচ্ছে আর্জেন্টিনার উদীয়মান ফুটবলারদের। বিশ্ব শিরোপা জয়ের পর ইউরোপের বড় ক্লাবগুলোও এখন আলাদা নজর রাখছে আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের দিকে। এবার ২০ বছর
বয়সী আর্জেন্টিনার তরুণ এক ফুটবলারকে কিনতে মরিয়া হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান সেন্টার মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনেকে দলে নিতে উন্মুখ হয়ে আছে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। তবে
এক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে পেরোনের ক্লাব সার্সফিল্ডের সভাপতি সার্জিও রাপিসারদা। তিনি জানান, পেরোনেকে দলে নিতে হলে টাকার অঙ্ক আরও বাড়াতে হবে সিটিকে।সার্সফিল্ড সভাপতি বলেন, ‘তারা আমাদের একটি প্রস্তাব দিয়েছে। তবে সেটি যথেষ্ট নয়।
আমরা দুর্দান্ত এক ফুটবলারের দলবদল নিয়ে কথা বলছি। পেপ তাকে তিনবার ফোন করেছে।’ধারণা করা হচ্ছে, পেরোনেকে ছাড়তে ৮ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়েছে সার্সফিল্ড। ম্যানসিটি যদি এই অর্থে রাজি হয় তাহলে আলভারেজের পর আরেকজন তরুণ প্রতিভাবান ফুটবলারকে নিজের দলে পাবেন গার্দিওলা।