আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে সাকিব আল হাসানের শক্তিশালি একাদশ ঘোষণা!

আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি আজ। প্রসেস ঠিক রেখে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় স্বাগতিকদের। বিপরীতে বাংলাদেশকে থামানোর উপায় জানা

নেই আইরিশদের। দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে দু’দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে যথারীতি দুপুর ২টায়।বাংলাদেশের এ যেনো দিন বদলের গল্প। অন্তত টি টোয়েন্টিতে। যে ফরম্যাটে টাইগারদের খেলার ধরণ নিয়ে

সমালোচনা কম ছিল না। তবে শর্টার ভার্সনে সাকিবদের অ্যাপ্রোচ এখন প্রশংসিত।ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুতে নিজেদের ছাড়িয়ে যাচ্ছে টিম বাংলাদেশ। সবচেয়ে বড় ব্যাপার দলের ধারাবাহিকতা। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর আইরিশদের

বিপক্ষেও একই মানসিকতা নিয়ে খেলছে টাইগাররা। সেটা পুরো সিরিজ তো বটেই, সামনের দিনগুলোতেও চলমান রাখতে চায় লাল-সবুজের দল।টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন, সবাই যদি ওয়ার্ল্ডক্লাস বোলার থাকি তাহলে এই ইউনিটটাকে

সামলাতে একটু সমস্যা হবেই। বড় বড় দলে কিন্তু একটা না পাঁচ-সাতটা ওয়ার্ল্ডক্লাস বোলার থাকে। তাই আমরাও চাচ্ছি আমাদের এমন হোক।দ্বিতীয় টি টোয়েন্টির আগের দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। জিম আর সুইমিংপুলে রিকভারি সেশন করেছে

তাসকিন, মোস্তাফিজরা। রনির তালুকদারের কাঁধের ইনজুরি গুরুতর না হলেও আছেন পর্যবেক্ষণে । শেষ মুহূর্তে এ ওপেনার সেরে না উঠলে একাদশে আসতে পারে পরিবর্তন।অন্যদিকে তপ্ত রোদে ঠিকই অনুশীলন সেরেছে আয়ারল্যান্ড। বাংলাদেশকে

থামানোর আপাতত কোন কৌশল জানা নেই সফরকারীদের। মেনে নিয়েছে নিজেদের ভাগ্য।গ্যারি উইলসন বলেন, বাংলাদেশের ব্যাটিং বিশ্বমানের। ইংল্যান্ড তো আর এমনি এমনি হারেনি। আসলে ওদের বিপক্ষে আমাদের বোলাররা অনভিজ্ঞ।

কিভাবে কি করতে হবে আমাদের জানা নেই। আমরা তা মেনে নিয়েই খেলব।স্বস্তির খবর, বুধবার বৃষ্টির সম্ভাবনার কথা বলছে না আবহাওয়া অফিস। পারফরম্যান্সের ধারা বজায় থাকলে এদিনই নিশ্চয় হয়ে যেতে পারে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।