আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হাসান মাহমুদ, সিরিজসেরা মুশফিক

পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের কাছে যেন অসহায় আত্মসমর্পণই করেছে আয়ারল্যান্ড দল। সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে স্বাগতিক বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেয়া

১০২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে বিনা উইকেটে ১০২ রান করে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। আয়ারল্যান্ডের দেয়া ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো ঝুঁকি না নিয়েই ব্যাটিং করেছেন অধিনায়ক

তামিম ইকবাল ও লিটন দাস। অল্প রান তাড়া করতে নেমে দুজনের ব্যাটেই দেখা গেছে স্ট্রোকের ফুলঝুড়ি। ১৩তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে ৩৭ বলে ফিফটি তুলে নেন লিটন। অপরাজিত থাকেন ১০ চারে ৫০ রানে। অন্যদিকে, অধিনায়ক

তামিম অপরাজিত থাকেন ৪১ বলে ৫ চার ২ ছক্কায় ৪১ রানে।আয়ারল্যান্ডকে ১০১ রানে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয়ের মূল কারিগর পেসার হাসান মাহমুদ। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পান তিনি। ৩২ রানে ৫ উইকেট শিকার করা

এই পেসার তার চোখ ধাঁধানো পারফরম্যান্সে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।অন্যদিকে, ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা মুশফিকুর রহিম জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬০ বলে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকানো মুশফিক তিন ম্যাচে দুই ইনিংস খেলে ১৬৭.৪৪ স্ট্রাইকরেটে করেন ১৪৪ রান।