আইরিশ পেসারদের রীতিমতো কচুকাটা করছেন লিটন দাস। মাত্র ১৮ বলেই স্পর্শ করেছেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড।
মোহাম্মদ আশরাফুলের ২০ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে
নতুন ইতিহাস গড়েছেন লিটন। লিটন শুধু দ্রুততম ফিফটির রেকর্ডই গড়লেন না, ছাড়িয়ে গেছেন নিজের সর্বোচ্চ রানের ইনিংসকেও।টি-টোয়েন্টিতে এতদিন তার সেরা ইনিংসটি ছিল ৭৩ রানের। আজ (বুধবার) চট্টগ্রামে খেলতে নেমে সেটিকেও ছাড়িয়ে
গেছেন। তবে ৮৩ রানের বেশি করতে পারেননি তিনি।১২তম ওভারের শেষ বলে বেন হোয়াইটের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি। তার ৪১ বলের ইনিংসে ১০টি চারের পাশাপাশি ৩টি ছক্কার মার ছিল।
লিটনের এমন দানবীয় ব্যাটিং এর পর আইপিএল থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে তার দল কলকাতা নাইট রাইডারস। তারা তাদের অফিসিয়াল ফেইছবুক পেইজে লিটন দাসকে নিয়ে স্টাটাস দিয়েছেন।