আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টো’য়ে’ন্টি’র বি’শ্ব চ্যা’ম্পি’য়’ন ইং’ল্যা’ন্ড’কে হো’য়া’ই’টও’য়া’শের প’র এ’বা’র আ’য়া’র’ল্যা’ন্ডকে হো’য়াই’টও’য়া’শের সু’যো’গ এ’সে’ছে বাং’লা’দে’শের সা’ম’নে। তি’ন ম্যা’চে’র টি-টো’য়ে’ন্টি সি’রি’জে ২-০ তে এ’গি’য়ে টা’ই’গা’র’রা। শু’ক্র’বা’র (৩১ মার্চ) তৃ’তী’য় ও ‘শে’ষ

ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আজ দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভি। শেষ টি-টোয়েন্টিতে টাইগারদের একাদশে আসতে পারে এক পরিবর্তন।

আজও ওপেনিং করবেন লিটন দাস ও রনি তালুকদার। তাদের পরেই তিন নম্বর পজিশনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে ব্যাটিং করবেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। পাঁচে দেখা যাবে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়কে। ছয় নম্বর

পজিশনে শামীম হোসেন খেললেও আজ জাকের আলী অনিককে দেখা যেতে পারে। সাত নম্বরে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ নাসুম আহমেদের জায়াগায় পরিবর্তন আসার সম্ভাবনা বেশি। তার জায়গায় অভিষেক হতে পারে লেগ

স্পিনার রিশাদ হোসেনের। আর বোলিংয়ের মুল দায়িত্বে থাকবেন তাসকিন আহম্মেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শাহীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।