‘আমি এখন সম্পূর্ণ নিঃস্ব, দুটি বাচ্চা নিয়ে রাস্তা বসতে হবে’

রা’জ’ধা’নী’র ব’ঙ্গ’বা’জা’রে ভ’য়া’ব’হ আ’গু’ন লা’গা’র ঘ’ট’না ঘ’টে’ছে। আ’গু’ন নি’য়’ন্ত্র’ণে কা’জ ক’র’ছে ফা’য়া’র সা’র্ভি’সে’র ৪৭ টি ই’উ’নি’ট। এ’রই ম’ধ্যে সে’খা’নে যো’গ দি’য়ে’ছে স’ব বা’হি’নী এ’বং এ’ক’টি হে”লিক’প্টা’র।ম’ঙ্গ’ল’বা’র স’কা’ল ৬টা

১০ মিনিটের দিকে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনের ভয়াবহতায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। এরই মধ্যে উৎসুক জনতার ভিড়ে আরও বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

উৎসুক জনতার কেউ কেউ সাহায্য করলেও বেশিরভাগ মানুষই মোবাইল ফোনে ভিডিও করায় ব্যস্ত। এ পরিস্থিতিতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দূরে অবস্থান করতে স্থানীয় মসজিদের মাইক ছাড়াও বিভিন্ন হ্যান্ড মাইকে অনুরোধ জানানো

হচ্ছে। মাইকে বার বার বলা হচ্ছে, আল্লাহর ওয়াস্তে আপনারা ভিডিও না করে পানির ব্যবস্থা করেন। কিন্তু বারবার মাইকে বলার পরও কারও মধ্যে কোন ভ্রুক্ষেপ দেখা যায়নি। যে যার মত সড়কে অবস্থান করে নিজেদের মোবাইলে ছবি তুলতে

ব্যস্ত উৎসুক মানুষ।এদিকে আগুন লাগার খবর পেয়ে বঙ্গমার্কেটের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে এসেছে। যে যার মতো দোকান থেকে যতটুকু সম্ভব কাপড় বের করা যায় সে চেষ্টা করছে। তবে আগুনের তীব্রতার কারণে আশপাশে যাওয়া

যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক দোকানদার।বঙ্গবাজারে থাকা এক দোকানি অঝোরে কান্না করতে দেখা যায়। তার কাছে গিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার শেষ সম্বল পুড়ে শেষ হয়ে গেছে, আমার সব শেষ। দুটি বাচ্চা নিয়ে এখন রাস্তা বসতে হবে আমার। কত টাকা ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনে যত টাকা আয় করেছেন, তা এখানে ইনভেস্ট করেছেন। আমি এখন সম্পূর্ণ নিঃস্ব।