আমার পরিবার দেশে ফিরে যাওয়াতেই সেঞ্চুরি পেয়েছি: ব্রুক

আ’গা’মী’ দি’নে’র সু’পা’র’স্’টা’র, হ্যা’রি ব্রু’কে’র ব্যা’টিং দে’খে প্রা’য় স’বা’র’ই মু’খ থে’কে এ’ই ক’থা বে’র ‘হ’য়। তা’ই তো ১৩ কো’টি ২৫ লা’খ রু’পি দি’য়ে তা’কে দ’লে ভে’ড়া’য় সা’ন’রা’ই’জা’র্স হা’য়’দ’রা’বা’দ। কি’ন্তু প্র’থ’ম তি’ন ম্যা’চে নামে’র প্র’তি সু’বি’চা’র ক’র’তে পা’রে’ন’নি। ত’বে ক’ল’কা’তা

না’ই’ট রা’ই’ডা’র্’সের বি’প’ক্ষে দু’র্দা’ন্ত এ’ক সে’ঞ্চু’রি’ ক’রে ঠি’ক’ই নি’জে’কে’ প্র’মা’ণ ক’রে’ন তি’নি। মূ’ল’ত প’রি’বা’র কা’ছে না থা’কা’তে’ই এ’র’ক’ম ব’দ’লে গে’লে’ন এ’ই ইং’লি’শ ব্যা’টা’র।এ’দি’কে টি-টো’য়ে’ন্’টি’তে জ্ব’লে ও’ঠা’র জ’ন্য ও’পে’নিং’য়ে’র চে’য়ে ভা’লো’ জা’য়’গা আ’র’ হ’য়’ না।

ত’বে’ ব্রু’ক’ সা’ধা’র’ণত পাঁ’চ ন’ম্ব’রে’ই ‘ব্যাট’ করে’ থে’কে’। কি’ন্তু আ’ই’পি’এ’লে প’রি’ব’র্ত’ন আ’না হ’য় তা’র ব্যা’টিং প’জি’শ’নে। সে’খা’নে’ও স’ফ’ল’তা’র দে’খা পে’লে’ন এ’ই ডা’ন’হা’তি। য’দি’ও এ’র পে’ছ’নে র’হ’স্য ‘এ’ক’দ’মই ভি’ন্ন।ম্যা’চ শেষে’ ব্রু’ক ‘ব’লেন, ‘এ’ত দি’ন আ’মা’র প’রি’বা’রে’র

স’ক’লে’ই ছি’লে’ন। ‘কি’ন্তু এ’ক দি’ন আ’গে তা’রা দে’শে ফি’রে গে’ছে’ন। ‘শু’ধু’মা’ত্র ‘আ’মা’র বা’ন্ধ’বী এ’সে’ছে ই’ডে’নে। ‘আ’মি জান’তা’ম তা’রা চ’লে গে’লে’ই রা’ন পা’ব ‘আ’মি। ‘এ’ই ই’নিং’স দে’খে তা’রা স’ক’লে’ই খু’ব খু’শি হ’বে’ন।’প্র’থ’ম তি’ন ম্যা’চে ব্রু’কে’র ‘স্কো’র ছি’ল য’থা’ক্’রমে

১৩, ৩, ১৩। এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে গেল গেল রব উঠে যায়। অনেকেই মনে করছিলেন হায়দরাবাদের এতোগুলো টাকা বোধ হয় জলে গেল। কিন্তু বাজে সময় কাটিয়ে ৫৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস

২৪ বছর বয়সী। আইপিএলের চলতি আসরে এটাই প্রথম সেঞ্চুরি। সমালোচকদের মুখে কুলুপ এঁটে তাই ভালোই লাগছেন ব্রুকের।তিনি বলেন, ‘আমি নিজের ওপর একটু চাপ নিয়ে ফেলেছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখি সকলে

আমাকে ফালতু বলছিল। যা দেখে নিজের ওপরই কিছুটা সন্দেহ তৈরি হয়। সেখানে অনেক ভারতীয় ভক্তও রয়েছে, যারা আজ (শুক্রবার) আমাকে অভিনন্দন জানাবে। কিন্তু কয়েক দিন আগে তারাই আমাকে অপমান করেছে। আমি খুশি যে, তাদের মুখ বন্ধ করতে পেরেছি।’

ব্রুক বলেন, “বেশির ভাগ লোকই বলে, টি-টোয়েন্টিতে ওপেনিং ব্যাটিংয়ের জন্য সেরা সময়। তবে আমি যে কোনো জায়গায় ব্যাট করতে পছন্দ করি। পাঁচে ব্যাট করে আমার প্রচুর সাফল্য রয়েছে। আমি সেই পজিশনেই নিজের নাম তৈরি

করেছি। তবে আমি ওপেনিং করতে পেরে খুশি। এই সেঞ্চুরির থেকে টেস্টের ৪ সেঞ্চুরিকেই বেশি এগিয়ে রাখব। আজ ‘ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলাম। সৌভাগ্যবশত সেটা কাজে লেগছে।”