বাংলাদেশ ক্রিকেটে তার অধ্যায় স্বর্ণে মোড়ানো। এদেশের ক্রিকেটে বড় বড় সব সাফল্যের রূপকার চন্ডিকা হাথুরুসিংহে। তবে তার বিদায়টা সুন্দর ছিল না। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে কোচের দায়িত্ব থেকে পদত্যাগ
করেন হাথুরু।একটি সিরিজের মাঝপথে কেন হুট করে পদত্যাগ? বিসিবির সঙ্গে হাথুরুর সম্পর্কবনতির জন্য এই একটা কারণই যথেষ্ট ছিল। সেই হাথুরুই আবার হলেন বাংলাদেশের হেড কোচ।
কেন হাথুরুকে নতুন করে ফিরিয়া আনা?
এ প্রশ্ন অনেকের। নাজমুল হাসান পাপন তার উত্তরও দিয়েছেন। বিসিবি সভাপতি বোঝাতে চাইলেন, বেশ কিছু কারণেই হাথুরুকে কোচ হিসেবে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা।পাপন বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের
অভিজ্ঞতা একটা। আরেকটা হচ্ছে হাই লেভেল বা মিড লেভেলেও যদি আমরা কাউকে চাই, তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১০০ দিন, ২০০ দিন। ২০০ দিনের বেশি করবেই না।’বিসিবি সভাপতি যোগ করেন,
‘এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে (কোচরা)। ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন জাতীয় দলের খেলা থাকলে কী হবে? এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে।
এটা একটা বিরাট সুবিধা।’পাশাপাশি নাজমুল হোসেন পাপন আরও একটি তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘এরই মধ্যে আমরা প্রোগ্রাম ম্যানেজার নিয়েছি। সেও নিউ সাউথ ওয়েলসের। সবগুলো প্রোগ্রামের মধ্যে সমন্বয়ের জন্য এটা
করা হয়েছে।’হাথুরুসিংহে কি দল নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকবেন? এমন প্রশ্নের জবাবটা কৌশলে দেন নাজমুল হাসান পাপন, ‘এটা বোর্ড ঠিক করবে (নির্বাচক প্যানেল)। নির্বাচন দুই ধাপে হয়। একটা প্রাথমিক, আরেকটা ফাইনাল।
ফাইনাল কোচ আর অধিনায়ক দুজন নেয়।’কোচ নিয়োগ চূড়ান্ত হলেও এখন পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে কথা হয়নি তার। তবে পাপন জানালেন, ‘মাশরাফির সঙ্গে কথা হয়েছে বহু আগে, তামিমের সঙ্গেও কথা হয়েছে। সাকিবের সঙ্গে
বোধ হয় বলেছিলাম। মাশরাফি-তামিম-সাকিব তিনজনই বলেছে, উনি আসলে খুবই ভালো।’হাথুরুর পাশাপাশি তিন-চারজন সহকারী কোচ নিয়োগের কথাও ভাবছে বিসিবি। পাপন বলেন, ‘আমরা খুঁজছি সহকারী কোচ। কারো পক্ষেই
সবগুলো প্রোগ্রামে থাকা সম্ভব হবে না। কেউ এক সিরিজে না থাকলে অন্য একজন গেল। সহকারি কোচ যদি পাই। অনেকের সঙ্গে কথা বলছি তাই নাম বলতে চাই না।’তবে সহকারি কোচের বেশিরভাগই উপমহাদেশের বাইরের, বলে জানালেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘উপমহাদেশের একজন আছে, আর তিনজনই বাইরের।’