আবার বাংলাদেশের কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষনা করলো বিসিবি

চন্ডিকা হাথুরুসিংহেই হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধান কোচ, জানা গিয়েছিল আগেই। এবার বিসিবিও আনুষ্ঠানিকভাবে জানাল সেটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে দুই বছরের জন্য বাংলাদেশে

আসছেন এই শ্রীলঙ্কান কোচ।তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি। বাংলাদেশের হয়ে আবারও কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত বলে জানিয়েছেন হাথুরুসিংহেও।এর আগে ২০১৪ সাল থেকে

২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন হাথুরুসিংহে।২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই চাকরি ছেড়ে চলে যান তিনি। গত ডিসেম্বরে রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর প্রধান কোচের শূন্য পদে সেই হাথুরুসিংহেকেই

ফেরাল বিসিবি।বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার রাজ্যদল নিউ সাউথ ওয়েলস ব্লুজের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসে আজ। এতে কদিন ধরে চলা

গুঞ্জনটা জোরাল হয় আরও। পরে বিসিবির একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করে, হাথুরুসিংহেই হচ্ছেন পরবর্তী কোচ।দায়িত্ব পাওয়ার পর হাথুরুসিংহে বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলকে কোচিং করাতে পারার সুযোগ পাওয়াটা আমার

জন্য সম্মানের। যখনই বাংলাদেশে এসেছি, এখানকার মানুষদের উষ্ণতা ও সংস্কৃতি ভালো লেগেছে। খেলোয়াড়দের সঙ্গে আবারও কাজ করতে ও তাদের সাফল্য উপভোগ করতে মুখিয়ে আছি।’বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী

হাথুরুসিংহেকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে চন্ডিকার যে জ্ঞান, সেটি তাঁর জন্য বাড়তি সুবিধা হবে। খেলোয়াড়েরাও উপকৃত হবে। তিনি একজন প্রমাণিত টেকটিশিয়ান। প্রথম মেয়াদে জাতীয় দলে তাঁর

প্রভাব দেখেছি আমরা।প্রথম মেয়াদে হাথুরুসিংহের অধীন পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল, ২০১৫ বিশ্বকাপে উঠেছিল কোয়ার্টার ফাইনালে। সে সময় ইংল্যান্ড,

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ও ছিল।এবার হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ

শুরু হবে ১ মার্চ, ৯ মার্চ শুরু টি-টোয়েন্টি সিরিজ।এদিকে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, হাথুরুসিংহের সঙ্গে একজন সহকারী কোচও নিয়োগ দেবেন তাঁরা। সংক্ষিপ্ত তালিকায় আছেন পাঁচজন। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে এসে সাক্ষাৎকার দেবেন তাঁরা।