হা’তে এ’ক’টি ক্যা’শ বা’ক্স নি’য়ে কি’ছু’টা ধী’রগ’তি’তে হাঁ’ট’ছি’লে’ন সি’রা’জু’ল ই’স’লা’ম ফি’রো’জ। ব’ঙ্গ’বা’জা’রে’র আ’গু’নে পু’ড়ে যা’ও’য়া’র আ’গে নি’জ প্র’তি’ষ্ঠা’ন আ’ফ’সা’র ফ্যা’শ’ন থে’কে শু’ধু এ’ই এ’ক’টি জি’নি’স’ই উ’দ্ধা’র ক’রে’ছে’ন তি’নি। স’ব হা’রা’নো’র
মা’ঝে ক্যা’শ বা’ক্সে থা’কা ৫৫ হা’জা’র টা’কা’ই এ’খ’ন তা’র এ’ক’মা’ত্র স’ম্ব’ল। আ’র এ’ই ক্যা’শ বা’ক্স’টি নি’য়ে কাঁ’দ’ছে’ন ফি’রো’জ!বি’কে’ল ৪টা’য় স’র’কা’রি ক’র্ম’চা’রী হা’স’পা’তা’লে’র সা’ম’নে’র রা’স্তা’য় ফি’রো’জে’র স’ঙ্গে ক’থা হ’য় কা’লে’র ক’ণ্ঠ’র। উ”দ্ধা’র ক’রা ক্যা’শ বা’ক্স নি’য়ে রা’জ’ধা’নী’র মু’গ’দা’য় নি’জ বা’সা’য় ফি’র’ছি’লে’ন তি’নি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ৫০ লাখ টাকার নতুন মাল উঠাইছিলাম। কয়েক ঘণ্টার আগুনে সব পুইড়া গেছে। শুধু ক্যাশ বাক্সটা উদ্ধার করতে পারছি।’আফসার ফ্যাশন নামক প্রতিষ্ঠানটিতে পাইকারি বিক্রি হতো নারীদের পোশাক।
আসন্ন ঈদ উপলক্ষে ৫০ লাখ টাকার ‘ওয়ান পিস’ পোশাক তুলেছিলেন ফিরোজ। আগুনে পুড়ে ছাই হয়েছে গোডাউনে থাকা পোশাকের পুরোটাই।ফিরোজ বলেন, ‘দোকান থেকে কিছু মাল বাইর করতে পারছিলাম। এরপর আগুন দোকানে চইলা
আইছে। গোডাউনের মাল তো সব পুইড়া শেষ।’ মঙ্গলবার ভোরে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর বঙ্গবাজার মার্কেট কমপ্লেক্সের সাতটি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের আট কর্মী। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।