অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার আসর শুরু হচ্ছে আগামী ২০ তারিখ থেকে। জানুয়ারী মাসের ২০ তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে খেলবে ল্যাতিনের ১০টি দল। দুটি গ্রুপে ভাগ হয়েএই ১০টি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল।এরমধ্যে এ গ্রুপে রয়েছে:-
১. আর্জেন্টিনা
২. কলম্বিয়া
৩. ব্রাজিল
৪. প্যারাগুয়ে
৫. পেরু
১. চিলি
২. বলিভিয়া
৩. ইকুয়েডর
৪. উরুগুয়ে
৫. ভেনিজুয়েলা
গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচগুলোর সিডিউল জেনেনিন:-
১ম ম্যাচ- ব্রাজিল বনাম পেরু- ২০ তারিখ- ভোর ৪টায়
২য় ম্যাচ- আর্জেন্টিনা বনাম ব্রাজিল- ২৪ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
৩য় ম্যাচ- ব্রাজিল বনাম কলম্বিয়া- ২৬ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
৪র্থ ম্যাচ- ব্রাজিল বনাম প্যারাগুয়ে- ২৮ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচগুলোর সিডিউল জেনেনিন:-
১ম ম্যাচ- প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা- ২২ তারিখ ভোর ৩টা
২য় ম্যাচ- আর্জেন্টিনা বনাম ব্রাজিল- ২৪ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
৩য় ম্যাচ- আর্জেন্টিনা বনাম পেরু- ২৬ তারিখ- ভোর ৪টা
৪র্থ ম্যাচ- কলম্বিয়া বনাম আর্জেন্টিনা- ২৮ তারিখ- সকাল ৬:৩০ মিনিট
এই দুটি গ্রুপ থেকে তিনটি করে মোট ৬টি দল উঠবে পরের গ্রুপ পর্বে। সেই ৬টি দলের মধ্য থেকে যারা সেরা হবে তারাই হবে চ্যাম্পিয়ন।