আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে। আগামী ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ হবে ২৯ আর ৩১ মার্চ। এর আগে আজ শনিবার
প্রথম টি-টোয়েন্টির জন্য অনলাইনে টিকিট ছাড়ার ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আয়ারল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ ও নতুনদের নিয়ে চমকে ভরা টি-টোয়েন্টি দল ঘোষণা করলো বিসিবিআয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি
সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে প্রথমবার ডাক পেয়েছেন জাকের আলী অনিক ও রিশাদ হোসেন।জাকের আর রিশাদের সাথে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শরিফুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে
টি-টোয়েন্টি একাদশ থেকে বাদ পড়া আফিফ এবার দল থেকেই ছিটকে গেলেন।আফিফের সাথে বাদ পড়েছেন ইংল্যান্ড সিরিজের দলে থাকা নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা।ঢাকা প্রিমিয়ার লিগে
ভালো খেলছেন এনামুল হক বিজয় সেই সুবাদে অনেকেই চাচ্ছিলো বিজয়কে আবার সুযোগ দেওয়া হোক। বিজয়ের সাথে সৌম্যকেও চাচ্ছে অনেকে কিন্তু দুজনের কাউকেই নতুন দলে নেওয়া হয়নি।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
সাকিব আল হাসান, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন,মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।