জাঁ’ক’জ’মক’ভা’বে উ’দ্বোধ’ন হ’য়ে গে’ল আই’পি’এ’লের ষো’ড়শ আ’স’রে’র। আ’জ শু’ক্র’বা’র স’ন্ধ্যা’য় আ’হ’ম’দা’বা’দের ন’রে’ন্দ্র মো’দি স্টে’ডি’য়ামে আ’য়ো’জিত উ’দ্বো’ধ’নী অ’নুষ্ঠা’নে উ’পস্থি’ত ছি’লেন ভা’রতে’র বি’নো’দন জ’গ’তের প্র’খ্যা’ত স’ব তা’র’কা। অ’রি’জি’ৎ সিং’য়ের
গুজরাটি গানের সুরে তখন মাতোয়ারা গ্যালারিভর্তি দর্শক। তখনই তাল কাটল টেলিভিশনে। গানের মাঝেই শুরু হলো বিজ্ঞাপন বিরতি। যা নিয়ে ভারতে চলছে তীব্র সমালোচনা।
আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ২৩ হাজার কোটি
রুপির বিশাল অংকে। এই বিপুল টাকা তোলার জন্য সম্প্রচারকারী চ্যানেলকে বিজ্ঞাপন দেখাতেই হবে। তাই ক্রিকেট ম্যাচে সুযোগ পেলেই বিজ্ঞাপন দেখানো হয়, তবে সেটা অবশ্যই খেলার সম্প্রচারে বিঘ্ন না ঘটিয়ে। তবে এভাবে কোনো অনুষ্ঠানের
সরাসরি সম্প্রচারের মধ্যে হঠাৎ করে বিজ্ঞাপনের বিরতি নেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ। বিশেষ করে অরিজিৎ সিংয়ের মতো জনপ্রিয় তারকার গানের মাঝে বিজ্ঞাপন দেওয়া মানতে পারছেন না কেউ।সম্প্রচারকারী চ্যানেলেরও বিজ্ঞাপন
দেখানোর কিছু বাধ্যবাধকতা থাকে। আইপিএল দেখানোর বিপুল খরচ তুলতে বিজ্ঞাপনদাতাদের দাবিও মানতে হয় তাদের। মোটা অঙ্কের বিজ্ঞাপনের বিনিময়ে কিছু শর্ত আরোপ করেন বিজ্ঞাপনদাতারা। ক্রিকেটপ্রেমীরা অবশ্য এত কিছু বুঝতে
নারাজ। সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। অবশ্য টেলিভিশনে সম্প্রচার বিঘ্ন হলেও মোবাইল অ্যাপে বিজ্ঞাপন দেখানো হয়নি। অবশ্য পুরো উদ্বোধনী অনুষ্ঠানে ওই একবারই টিভিতে বিজ্ঞাপন দেখানো হয়েছে।