সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমান আইপিএল ২০২৩ : আইপিএলের অনাপত্তিপত্র পেলেন মুস্তাফিজ! সাকিব-লিটনকেও অনুমতি দিচ্ছে বিসিবি!বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ক্রিকেটারদের এনওসি দিবে না বলেই ঠিক করে রেখেছিল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এমন কঠোর সিদ্ধান্তে রীতিমতো তুলকালাম কান্ড ক্রিকেট পাড়ায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলা থেকে ব্যান দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুস্তাফিজ, সাকিব ও লিটনদের এনওসি দিচ্ছে বিসিবি। ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে বিসিবি।বাংলাদেশ থেকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান
ও লিটন কুমার দাস। অন্যদিকে পুরনো দল দিল্লি ক্যাপিটালসের হয়েই মাঠ মাতাবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার পক্ষে ছিল না বিসিবি। এমনকি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানিয়ে দিয়েছিলেন
দেশের খেলা বাদ দিয়ে আইপিএলে খেলা যাবে। তবে সব টালবাহানা শেষে এবার নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বোর্ড। অবশেষে খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমতি প্রদান করছে বিসিবি।জানা গেছে, আগামী ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও
শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষ করেই আইপিএল খেলার উদ্দেশ্যে রওনা হবেন সাকিব,লিটন ও মুস্তাফিজ। আইপিএলের শুরু থেকেই এই তিন টাইগার তারকাকে পাচ্ছে আইপিএলের দলগুলো। তবে আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে আবারো
দেশে ফিরতে হবে সাকিব-লিটনদের। তবে সাকিব আল হাসান চাইছে আইপিএলের পুরোটা সময় খেলতে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড।উল্লেখ্য, আগামী ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে
আইপিএল। আগামী ১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে সাকিব-লিটনদের দল কলকাতা নাইট রাইডার্স। একই দিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।