এবারের বিপিএলে অপ্রতিরোধ্য সিলেট স্ট্রাইকার্স। পাঁচ ম্যাচের সবকটি জিতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে উজ্জ্বল দল তারা। এই সাফল্যের অন্যতম দাবিদার অধিনায়ক মাশরাফি মুর্তজা। তার নেতৃত্বে মুগ্ধ দলের পাকিস্তানি রিক্রুট ইমাদ ওয়াসিম।
সোমবার ঢাকার বিপক্ষে জেতা ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্পিনার ইমাদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় মাশরাফির নেতৃত্ব দলের জন্য কতটুকু প্রয়োজনীয়।জবাবে ইমাদ বলেন, ‘মাশরাফি
বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছেন। তার কাছ থেকে আপনি এরচেয়ে আর কী চাইতে পারেন। ক্রিকেটে তিনি কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ।তিনি ক্রিকেটের ওঠা-নামা সম্পর্কে জানেন, কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। তিনি কতটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।’