পূ’র্ণা’ঙ্গ সি’রি’জ খে’ল’তে বাং’লা’দে’শে এ’সে’ছে আ’য়ার’ল্যা’ন্ড। ই’তিম’ধ্যে শে”ষ হ’য়ে গে’ছে ও’য়ান’ডে সি’রি’জ টি-‘টো’য়ে’ন্টি সি’রি’জের দু’টি ম্যা’চ হা’তে। বা’কি আছে এক’টি টি-‘টো’য়ে’ন্টি ম্যা’চ ও এ’ক’টি টে’স্ট ম্যা’চ।তি’ন ম্যা’চ টি’-টো’য়ে’ন্টি সি’রি’জের তৃ’তী’য় এ’বং শে’ষ ম্যা’চে
আ’গামী’কাল মা’ঠে না’ম’ছে ‘বাং’লা’দেশ এ’বং আ’ই’ল্যান্ড। এ’ই সি’রি’জের প্রথ’ম ও ২য় টি’-২’০ ম্যা’চে জ’য় তু’লে নি’য়ে সি’রি’জ জি’তে নি’য়ে’ছে সা’কি’ব বা’হিনি।২য়’ টি-২০ ম্যাচে সাকিবের ৫ উইকেট, বীরের বেশে সিরিজ জিতল বাংলাদেশ টি-২০ দল। আর
এই ম্যাচে দারুন ব্যাটিং করেছে বাংলাদেশের সময়ের অন্যতম সেরা ব্যাটার লিটন।গতকাল ২৯ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তেও দুর্দান্ত ক্রিকেট খেলে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে আইরিশদের বিপক্ষে
৭৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় সাকিব-লিটোনরা।এ জয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। তবে শুধু সিরিজ জয়েই সন্তুষ্ট হতে চায় না বাংলাদেশ, ইংল্যান্ডের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আয়ারল্যান্ডকেও
হোয়াইটওয়াশ করতে চায় চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।আগামী ৩১ মার্চ সেই মিশনে বাংলাদেশ একাদশে পরিবর্তন নিয়ে নামতে পারে বলে জানিয়েছেন দলপতি সাকিব আল হাসান।
ম্যাচ শেষে সাকিব বলেন, ভালো দল যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে
যায়, তখন তারা সব সময় ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেষ্টা করে।আমরাও তেমনই চেষ্টা করব। আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। শেষ টি-২০তে পরিবর্তনের আভাস দিয়ে তিনি আরো বলেন, ‘হয়তো শেষ ম্যাচে
কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবে।তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।’ ছন্দে থাকা সাকিব বলেন, ‘গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি।
আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে
মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তেই নিয়েছিলাম।’প্রসঙ্গত, বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। রান ডিফেন্ড করতে নেমে আইরিশদের ১২৫ রানে সীমাবদ্ধ রাখে টাইগাররা। ম্যাচসেরা হন সাকিব।
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।