অভিষেকেই হ্যাটট্রিক করে ব্রাজিলিয়ান ক্লাবকে শিরোপা জেতালেন সুয়ারেস

গত বছরের শেষ দিনে স্বদেশি ক্লাব নাসিওনাল ছেড়ে ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে যোগ দেন ৩৫ বছর বয়সী ফুটবলার লুইজ সুয়ারেজ। এরপর বন্ধু মেসির সঙ্গে বড়দিনের ছুটি কাটিয়ে গ্রেমিওতে যোগ দেন। গ্রেমিওতে যোগ দিয়ে সংবাদ সম্মেলনে

জানান এই ক্লাবে যোগ দিতে মেসি সহযোগিতা করেছেন। তার কথাতেই গ্রেমিওতে যোগ দেন সুয়ারেজ। তবে ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে মাঠে নামতে কিছুটা সময় লাগলেও নিজের জাত চেনাতে একটুও সময় নেননি সাবেক বার্সেলোনা স্ট্রাইকার।

গ্রেমিওর জার্সি গায়ে প্রথম ম্যাচে নেমেই সাও লুইজের বিপক্ষে হ্যাটট্রিক তুরে নিয়েছেন এই ফুটবলার।ব্রাজিলের ঘরোয়া ফুটবলে রেকোপা গাউচা সুপার কাপে গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাও লুইজের মুখোমুখি হয়েছিল গ্রেমিও। ক্যাম্পেনেতো

গাউচা বা রিও গ্রান্দের শীর্ষ লিগজয়ী দল এবং কোপা এফজিএফজয়ী দল এই ম্যাচে মুখোমুখি হয়। গ্রেমিও গত বছর জিতেছে ক্যাম্পেনেতো গাউচা আর কোপা এফজিএফ জিতেছে সাও লুইজ। পোর্তো অ্যালেগ্রেতে গ্রেমিওর মাঠে অনুষ্ঠিত ম্যাচে

প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক আদায় করে নেন সুয়ারেজ। এতে করে গ্রেমিও ৪-১ গোলের জয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করে।ম্যাচের ৪ মিনিটের সময় গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে নিজের প্রথম গোলটি করেন সুয়ারেজ। ৩০তম

মিনিটে করা দ্বিতীয় গোলটি ছিল নিখুঁত ফিনিশিং। যে কারণে ইউরোপে এক সময় তাকে ভয়ঙ্কর স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হতো। বিরতির ৭ মিনিট আগে ৩৭তম মিনিটের সময় দুর্দান্ত ভলিতে করা গোলে হ্যাটট্রিক পেয়ে যান সুয়ারেজ।

গত মাসে ন্যাসিওনাল থেকে গ্রেমিওতে যোগ দিয়ে ৩০ হাজার দর্শকের সামনে ক্লাবটির সমর্থকদের মন জিতে নেন উরুগুয়ে তারকা।প্রথমার্ধে হ্যাটট্রিক করাটা সুয়ারেজের জন্য নতুন কিছু নয়। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার

লিগে নরউইচ সিটির বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন সুয়ারেজ। তবে গ্রেমিওর হয়ে হ্যাটট্রিক করার আগে সুয়ারেজ তার শেষ হ্যাটট্রিক পেয়েছিলেন ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেবার বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের জালে তিন

গোল করেন সুয়ারেজ। তবে এই হ্যাটট্রিকটি সুয়ারেজের কাছে বিশেষ কিছু। এর আগে কখনো যে কোনো দলের হয়ে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক পাননি। সুয়ারেজ তার ৩০ হ্যাটট্রিকের মধ্যে ১২টি করেছেন বার্সার হয়ে। ৯টি আয়াক্স, ৬টি লিভারপুল ও উরুগুয়ের হয়ে করেছেন ২টি হ্যাটট্রিক।