অবাক ক্রিকেটবিশ্বঃ আইপিএলে দ্বিতীয় ওভারেই ‘সেঞ্চুরি’ করে ফেললেন মহম্মদ শামি

আ’ইপি’এ’লে’র প্র’থ’ম ম্যা’চে’ই ‘সে’ঞ্চু’রি’র ন’জি’র গ’ড়’লে’ন ম’হ’ম্ম’দ শা’মি। তা-ও আ’বা’র দ্বি’তী’য় ও’ভা’রে। চে’ন্না’ই সু’পা’র কিং’সে’র বি’রু’দ্ধে খে’ল’তে নে’মে এ’ই ন’জি’র গ’ড়’লেন গু’জ’রা”ত টা’ইটা’ন্সে’র পে’সা’র।আ’ই’পিএ’লে ১০০ উ’ই’কে’টের মা’লি’ক হ’লে’ন শা’মি।

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ডেভন কনওয়েকে রাউন্ড দ্য উইকেট বল করেন শামি। গুড লেংথে পড়ে বল ভিতরের দিকে ঢুকে আসে। বলের লাইন মিস করেন কনওয়ে। বল গিয়ে উইকেটে লাগে। দু’টি উইকেট ছিটকে পড়ে। কনওয়েকে আউট করার

সঙ্গে সঙ্গে ১০০ উইকেট নেওয়া বোলারদের ক্লাবে ঢুকে পড়েছেন শামি।আইপিএলে ১০০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে ১৯তম স্থানে রয়েছেন শামি। আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেটের মালিক ডোয়েন ব্রাভো। ১৬১টি ম্যাচে ১৮৩টি উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে ১৫ নম্বরে রয়েছেন শামি।