অবশেষে ভারত পাকিস্তানের পথেই হাঁটলো বিসিবি; ইংল্যান্ড সিরিজের আগেই দেশী প্রধান কোচ নিয়োগ দিচ্ছে পাপন

গত বছরের শেষের দিকে আচমকাই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন রাসেল ডমিঙ্গো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে

চান্দিকা হাতুরুসিংহেকে ঘিরে। সাবেক এই টাইগার কোচ আবারও ফিরবেন বিসিবির ডেরায়, এমনটাই ছিল সংবাদের শিরোনাম। কিন্তু গত কিছুদিন ধরে আলোচনা শোনা যাচ্ছে, বিসিবিকে ব্যবহার করে অস্ট্রেলিয়ান দল নিউ সাউথ

ওয়েলসের সঙ্গে চুক্তি এবং বেতন বাড়িয়ে নিয়েছেন হাথুরু। এমন অবস্থায় নতুন কোচ পাওয়া নিয়ে আবারও শঙ্কার তৈরি হয়। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেটে বিপিএলের খেলা দেখতে

গিয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ আসবে টাইগারদের জন্য। আনুমানিক সময়সীমা হিসেবে ফেব্রুয়ারির ১৮-২০ তারিখের কথা জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি। নতুন কোচ,

চান্দিকা হাথুরুসিংহে এবং কবে আসবেন কোচ এসব নিয়ে সিলেটে আজ (৩০ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন (কোচ) । চলে আসবে। কে আসবে সেটা এখনো বলব না।

১৮ থেকে ২০ তারিখের (ফেব্রুয়ারি) মধ্যে এসে পড়বে। আমি তো জানি না (কোচ হাথুরুসিংহে হচ্ছেন কিনা?)। হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি। নিউজ তো আমি দেইনি। দেখতে

পাবেন। ১৮-২০ এর মধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্ট লিস্ট আছে, অপশন আছে। আমরা এরমধ্যে থেকে পেয়ে যাব।’ আসছে ১লা মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজ। তিন ম্যাচের

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংলিশরা।ইংল্যান্ড সিরিজের আগেই প্রধান কোচ আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল পাপন২০২৩ জানুয়ারি ৩১ ১০:৩২:১২ ইংল্যান্ড সিরিজের আগেই প্রধান কোচ আসা

নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল পাপন গত বছরের শেষের দিকে আচমকাই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন রাসেল ডমিঙ্গো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে

সবচেয়ে বেশি আলোচনা হয়েছে চান্দিকা হাতুরুসিংহেকে ঘিরে। সাবেক এই টাইগার কোচ আবারও ফিরবেন বিসিবির ডেরায়, এমনটাই ছিল সংবাদের শিরোনাম। কিন্তু গত কিছুদিন ধরে আলোচনা শোনা যাচ্ছে, বিসিবিকে ব্যবহার

করে অস্ট্রেলিয়ান দল নিউ সাউথ ওয়েলসের সঙ্গে চুক্তি এবং বেতন বাড়িয়ে নিয়েছেন হাথুরু। এমন অবস্থায় নতুন কোচ পাওয়া নিয়ে আবারও শঙ্কার তৈরি হয়। তবে সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল

হাসান পাপন। সিলেটে বিপিএলের খেলা দেখতে গিয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, আসন্ন ইংল্যান্ড সিরিজের আগেই নতুন কোচ আসবে টাইগারদের জন্য। আনুমানিক সময়সীমা হিসেবে ফেব্রুয়ারির ১৮-২০ তারিখের কথা জানিয়ে

দিয়েছেন বিসিবি সভাপতি। নতুন কোচ, চান্দিকা হাথুরুসিংহে এবং কবে আসবেন কোচ এসব নিয়ে সিলেটে আজ (৩০ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে অবশ্যই দেখতে পাবেন (কোচ) ।

চলে আসবে। কে আসবে সেটা এখনো বলব না। ১৮ থেকে ২০ তারিখের (ফেব্রুয়ারি) মধ্যে এসে পড়বে। আমি তো জানি না (কোচ হাথুরুসিংহে হচ্ছেন কিনা?)।হাথুরু বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলেনি বা বিসিবিকে কিছু বলেনি।

নিউজ তো আমি দেইনি। দেখতে পাবেন। ১৮-২০ এর মধ্যে কোচ চলে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শর্ট লিস্ট আছে,অপশন আছে। আমরা এরমধ্যে থেকে পেয়ে যাব।’ আসছে ১লা মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংলিশরা।