পিএসজির সঙ্গে নেইমারের যাত্রাটা শুরু হয় ২০১৭ সালে। বার্সালোনা থেকে ব্রাজিলিয়ান এই তারকাকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনেছিল পিএসজি। এরপর পিএসজিতে গিয়ে নেইমারের ক্যারিয়ার অনেকটাই পিছিয়েছে। বার্সালোনার
অবিশ্বাস্য নেইমারকে পিএসজিতে দেখা যায়নি। তার কারণ হচ্ছে ইনজুরি। প্রথম দুটি মৌসুমেই তো অর্ধেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল বড় দুটি ইনজুরির কারণে। ছোট ছোট ইনজুরি তো লেগেই ছিল। বিরক্ত হয়ে নেইমার ২০১৯ সালে
পিএসজি ছাড়তেও চেয়েছিল। এখন অবশ্য সময় পাল্টেছে। নেইমার এখনপ্যারিসে সুখে আছে। আর পিএসজিতে আসার পর সম্ভবত এই মৌসুমেই সবচেয়ে বিধ্বংসী নেইমারকে দেখা যাচ্ছে। কিন্তু তারপরও নেইমার হয়তো আগামী মৌসুমেই পিএসজি ছাড়তে
পারেন। এমবাপ্পের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার জন্যই নেইমারকে ছেড়ে দিতে পারে ফ্রান্সের ক্লাবটি। আর নেইমারের গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগ।