সোমবার চট্টগ্রামে অনুশীলনের সময় ব্যথায় কাতরাতে থাকেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যথা সহ্য করতে না পেরে কয়েকটি বল খেলেই নেট ছেড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের ব্যাটিং করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু রংপুরের কোচ সোহেল ইসলাম তাকে ব্যাট ধরতে দিচ্ছিলেন না। যে কারণে রাগ, হতাশা আর অসহায়ত্বের কারণে নুরুলকে ব্যাট ছুড়ে মারতে দেখা যায়। কিছুক্ষণ পর দলের অনুশীলনের মাঝখানেই হোটেল ফিরে যান তিনি।
মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে নুরুল হাসানকে ছাড়াই খেলতে নামে রংপুর। দলটির অধিনায়কত্ব করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১২৯ রানে অলআউট হয় রংপুর। টার্গেট তাড়ায়
১০ বল হাতে রেখেই ৪৭ বলে ৬০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন খুলনার ওপেনার তামিম।রংপুরের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, নুরুলের চোট থেকে সুস্থ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।আঙুলের চোটের কারণে গত বছরের
জিম্বাবুয়ে সফর থেকে দেশে ফিরে আসতে হয় নুরুলকে। চোটের কারণে তাকে ছাড়াই এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। ওই সময় সিঙ্গাপুর গিয়ে আঙুলের অস্ত্রোপচার করিয়েছেন নুরুল।
অস্ত্রোপচারের পরও নুরুলের চোট সারেনি। গত বছর নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে ব্যথা নিয়েই খেলেছেন।