দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল উত্তাপ ছড়ালো না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ যেন পাত্তাই পেল না বার্সেলোনার কাছে। ৩-১ ব্যবধানে রিয়ালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় বার্সা। এমন পরাজয়কে অপমানজনক হিসেবে
মনে করছেন না মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।রিয়াল মাদ্রিদ কোচ মনে করেন, বার্সেলোনার কাছে পরাজয় কেবলই একটি বাজে ম্যাচের অংশ। একই সাথে তিনি মনে করিয়ে দেন, রিয়াল মাদ্রিদও গেল বছর বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল।
বার্সেলোনার কাছে পরাজয়কে অপমানজনক মানতে নারাজ আনচেলত্তি। কাতালান ক্লাবটির প্রশংসা করে তিনি বলেন, ‘এই ফলাফলে অপমানের কিছু নেই। অপমানজনক বলাটা হবে অসম্মানের। আমরা তাদের কাছে হেরেছি, ঠিক যেভাবে
লিগের ম্যাচে আমরা ওদেরকে হারিয়েছিলাম। তারা এই ম্যাচে ভালো খেলেছে এবং জয়টা তাদের প্রাপ্য ছিল।’রিয়াল মাদ্রিদ ফাইনাল জিততে অভ্যস্ত বলেও মন্তব্য করেন আনচেলত্তি। তবে ফুটবলে এমন বাজে সময় আসতে পারে উল্লেখ করে তিনি বলেন,
‘অবশ্যই ছেলেদের হৃদয় ভেঙে গেছে। আমরা ফাইনাল জিততে অভ্যস্ত। সবারই খারাপ লাগছে। এই ক্লাবে ফাইনালে হার বলে কিছু নেই। রিয়াল মাদ্রিদ সবসময় ফাইনাল জেতে। পরিস্থিতিটা কঠিন, তবে মৌসুমে এরকম সময় আসতেই পারে।’
বার্সেলোনার কাছে পরাজিত হলেও রিয়াল মাদ্রিদ বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াবে বলে মনে করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘অবশ্যই অনেক কিছু ঠিক করতে হবে আমাদের। রক্ষণে উন্নতির পথ খুঁজে বের করতে হবে। তবে এই দল ঘুরে দাঁড়াবে। যে কোনো প্রতিযোগিতায় লড়াই করার মতো সামর্থ্য রিয়াল মাদ্রিদের রয়েছে। এই দলও ঘুরে দাঁড়াবে, কোনো সংশয় নেই।’