অনন্য উচ্চতায় মেসি, হ্যাটট্রিক দিয়ে রাঙালেন গোলের সেঞ্চুরি

আরো একটি মাইলফলকে লিওনেল মেসি। আর্জেন্টিনা জার্সিতে শততম গোলের ল্যান্ডমার্কে এলএমটেন। আলী দায়ই ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ১০০ গোলের রেকর্ড গড়লেন সাত ব্যালন ডি’অর জয়ী।

অখ্যাত কুরাসাওয়ের বিপক্ষে করেছেন ক্যারিয়ারের ৫৭ তম হ্যাটট্রিক। প্রথমার্ধেই পাঁচ গোল দ্বীপদেশটির জালে। লিওনেল মেসির এক একটা গোল নতুন করে ইতিহাস লিখে। নতুন করে বিশ্ব দরবারে নিজেকে চেনান ক্ষুদে জাদুকর। গেল ম্যাচে

পানামার সঙ্গে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৮০০ গোলের ল্যান্ডমার্ক ছুঁয়েছিলেন। এবার আর্জেন্টিনা জার্সিতে শততম গোলের মাইলফলকে এলএমটেন।জাতীয় দলের হয়ে আলি দাই ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর তৃতীয় ফুটবলার হিসেবে

১০০ গোলের মাইলফলকে মেসি। অখ্যাত কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়নদের জয়টা অনুমেয়ই ছিল। তবে এইভাবে কে ভেবেছে। র‌্যাঙ্কিংয়ের ৮৬ নম্বরে থাকা দলটার জালে প্রথমার্ধেই পাঁচ গোল। এ অর্ধেই হ্যাটট্রিকও পূর্ণ করেন মেসি। সাত ব্যালন ডি অর জয়ীর ৫৭তম হ্যাটট্রিক এটি।