ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জেতার পর এবার আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ আজ।টসে জিতে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় । রনি তালুকদারকে
নিয়ে ওপেন করতে নামেন লিটন।তাঁদের সামনেই বল করতে আসেন অফ স্পিনার হ্যারি টেক্টর। হ্যারি টেক্টরের চতুর্থ বলে ডাউন দা গ্রাউন্ডে এসে ছক্কা মারেন লিটন দাস। প্রথম ওভারে ১১ রান তুলে বাংলাদেশ।২য় ওভারে মার্ক এডেয়ারকে
শর্ট লেংথে পেয়ে টেনে মিডউইকেট দিয়ে ছক্কা মারেন রনি তালুকদার। এই ওভারে আসে ১৪ রান, বাংলাদেশের স্কোর ২ ওভারে ২৫/০ রান।প্রথম ৫ ওভারে পাঁচ জন বোলার আনেন স্টার্লিং, লিটনদের আগ্রাসনের শিকার কমবেশি সবাই হয়।
পঞ্চম ওভারে নিজের প্রথমটি করতে এসে ১১ রান দেন লেগ স্পিনার গ্যারেথ ডিলানি। ৫ ওভারেই ৬১ রান তুলে ফেলে বাংলাদেশ।৬তম ওভারে এডেয়ারকে কাট করে চার মারেন রনি, ওভারের সেটি চতুর্থ বল। সে শটেই বাংলাদেশের স্কোর
হয়ে গেল ৭৬—পাওয়ারপ্লেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর সমান হলো তাতেই। এডেয়ারকে ওই চারের আগে-পরে আরও দুটি চার ও একটি ছয় মারেন রনি। পাওয়ারপ্লেতে বাংলাদেশের নতুন স্কোরের রেকর্ডও হয়।এর আগের সর্বোচ্চ ছিল
৭৬ রান, ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।৭.১ ওভারে ক্রেইগ ইয়াংকের বলে ৪৭ রান করে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ফেরেন লিটন।৮.৬ ওভারে ৪ মেরে ২৪ বলে ফিফটি পূর্ণ করলেন রনি তালুকদার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে
এটি প্রথম তাঁর অর্ধ-শতক।রনির ফিফটির আগেই ১০০ পেরিয়ে য়ায় বাংলাদেশ। ১০.২ ওভারে হ্যারি টেক্টরের বলে রান করে স্টাম্পিং হয়ে ফেরেন নাজমুলের শান্ত ।১১৮ রানে বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।ব্যাটে নামেন শামীম হোসেন। ১২
ওভারে ২ উইকেটে ১৩৯ রান তুলে ফেলেছে বাংলাদেশ।১৪ ওভারে গ্রাহাম হিউমের বলে ৬৭ রান(৩৮ বল) করে বোল্ড হয়ে ফেরেন রনি তালুকদার।১৫৪ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৬ ওভারে বাংলাদেশের স্কোর ১৭২/৩ রান।
১৬.১ ওভারে মার্ক এডেয়ারের বলে ৩০ রান করে সাজ ঘরে ফেরেন শামীম হোসেন। বাংলাদেশ ১৭২ রানে হারাল চতুর্থ উইকেট।১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৮০ রান।
৮ বলে ১৩ রানের ক্যামিও খেলে ফিরলেন তাওহিদ হৃদয়।
ইয়াংয়ের বলে ডিপ কাভারে ক্যাচ দিয়েছেন তিনি। এ ওভারেই ২০০ পেরিয়ে য়ায় বাংলাদেশ।আকাশ মেঘলা ছিল বেশ কিছুক্ষণ ধরেই, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও নেমেছিল। তবে আম্পায়াররা এরই মধ্যে চালিয়ে যাচ্ছিলেন খেলা। অবশেষে বন্ধ হলো
সেটি। বাংলাদেশ ইনিংসে ৪ বল বাকি থাকতে ক্রিজ ঢেকে দেওয়া হয়েছে কাভারে। ৫ উইকেটে ২০৭ রান তুলেছে বাংলাদেশ, ১৯.৪ ওভারে।